Search This Blog

Thursday, January 19, 2012

কোন ধর্মে কত লোক ?

কোন ধর্মে কত লোক ?

পৃথিবীতে বর্তমানে প্রায় ৬৮৪ কোটি লোকের বসবাস এসব মানুষ আবার নানা ধর্মে, নানা সমাজে এমনকি নানা গোত্রে বসবাস করে এবং তাদের পরিচিতিও আলাদা পৃথিবীতে ধর্মের সংখ্যাও কম নয়- প্রায় ৪৩,০০০টি সম্প্রতি David B. Barrett নামে এক গবেষক বিশ্বব্যাপী জরিপ অনুসন্ধান চালিয়ে বড় ধরনের একটি ডাটাবেজ তৈরি করেন এবং Encyclopedia Britannica সেটি প্রকাশ করে এই তথ্য উপাত্তের ওপর কাজ এখনও চলছে অতি সংক্ষেপে তারই একটুখানি এখানে তুলে ধরা হল।

(গ্রাফে প্রদর্শিত সংখ্যানুপাতের আকার অনুমাননির্ভর গ্রুপভিত্তিক প্রদর্শনের লক্ষ্যে - যা নিশ্চিত করে বলা চলে না। তবে সামাজিক/পরিসংখ্যানভিত্তিক বাস্তবতাও অনেকটা এরকমই)

  1. খ্রিস্টান: ২০০ কোটি ১০ লাখ
  2. ইসলাম: ১৬৭ কোটি ৮৪ লাখ
  3. ধর্মনিরপেক্ষ/বস্তুবাদী/জড়বাদী/অনাধ্যাত্মবাদী/সন্দেহবাদী: ১০০ কোটি ১০ লাখ
  4. হিন্দু: ৯০ কোটি
  5. চৈনিক আদিবাসী ধর্ম: ৩৯ কোটি ৪০ লাখ
  6. বৌদ্ধ: ৩৭ কোটি ৬০ লাখ
  7. অতিপ্রাচীন আদিবাসী ধর্ম: ৩০ কোটি
  8. আফ্রিকান আদিবাসী ডায়াস্পোরিক: ১০ কোটি
  9. শিখ: কোটি ৩০ লাখ
  10. জুখ: কোটি ৯০ লাখ
  11. বুদ্ধিবৃত্তিক: কোটি ৫০ লাখ
  12. ইহুদি: কোটি ৪০ লাখ
  13. বাহাই: ৭০ লাখ
  14. জৈন: ৪০ লাখ ২০ হাজার
  15. শিন্তো: ৪০ লাখ
  16. ছাও দাই: ৪০ লাখ
  17. জরো-অস্ট্রিয়ান: ২০ লাখ ৬০ হাজার
  18. টেনরিকিও: ২০ লাখ
  19. অলৌকিকত্ববাদী: ১০ লাখ
  20. চিরন্তনবাদী (Unitarian-Universalism): লাখ
  21. রাফতাফারিয়া: লাখ
  22. বিজ্ঞানবাদী: লাখ


বিভিন্ন ধর্মের প্রতীক বা চিহ্ন

অন্যান্য বিশ্বাসীগণ যারা বিভিন্ন ধর্মের সাথে মিশে থেকেও নানা বৈশিষ্টকে লালন করে থাকে; যাদের সংখ্যা বা অনুপাত নির্ধারণ করা যায় নি - এরূপ গ্রুপগুলি নিম্নরূপ:
প্রাণী অধিকারবাদী, নিরামিষবাদী; ইভানজেলিস্টিজম, ভেগানস্ (Vegans); পেটা, ইত্যাদি।
সমাজতান্ত্রিক, মাও বাদী, মার্কসিস্ট-লেনিনিস্ট, জুখ ইত্যাদি।
অস্ত্রবাদী, জীবনবাদী, ক্ষমতাবাদী
নারীবাদী
সমান্তরালবাদী
পরিবেশবাদী
জাতীবাদী, জাতীয়তাবাদী, গোত্রবাদী, উপজাতিবাদী, স্বতন্ত্রবাদী, পার্থক্যবাদী(নাজি, কু ক্লুক্স ক্লান, নেড়া, ব্লাক প্যান্থার ইত্যাদি)
সমকামী (GLBT- gay, lesbian, bisexual and transgendered) সমাজ
বৈজ্ঞানিক কল্প দ্বন্ধবাদী
ভাগ্যবাদী (occult, tarot; astrology; etc.)
খেলাধুলা শারিরীক সক্ষমতাবাদী
রাজনৈতিক দলবাদী
সংরক্ষণবাদী
পৃথকীকরণবাদী
সুরাবাদী
ড্রাগ কালচারবাদী
চলন্তিকাবাদী (biker, bicyclist)
দলনবাদী (Goth; Rave; Vampire; etc.)
প্রযুক্তিবাদী (cyber-culture; technophiles)
সূত্র:
-
http://www.adherents.com
-
http://en.wikipedia.org
-
http://www.islamicweb.com

No comments:

Post a Comment