Search This Blog

Thursday, January 19, 2012

কোন ধর্মে কত লোক ?

কোন ধর্মে কত লোক ?

পৃথিবীতে বর্তমানে প্রায় ৬৮৪ কোটি লোকের বসবাস এসব মানুষ আবার নানা ধর্মে, নানা সমাজে এমনকি নানা গোত্রে বসবাস করে এবং তাদের পরিচিতিও আলাদা পৃথিবীতে ধর্মের সংখ্যাও কম নয়- প্রায় ৪৩,০০০টি সম্প্রতি David B. Barrett নামে এক গবেষক বিশ্বব্যাপী জরিপ অনুসন্ধান চালিয়ে বড় ধরনের একটি ডাটাবেজ তৈরি করেন এবং Encyclopedia Britannica সেটি প্রকাশ করে এই তথ্য উপাত্তের ওপর কাজ এখনও চলছে অতি সংক্ষেপে তারই একটুখানি এখানে তুলে ধরা হল।

(গ্রাফে প্রদর্শিত সংখ্যানুপাতের আকার অনুমাননির্ভর গ্রুপভিত্তিক প্রদর্শনের লক্ষ্যে - যা নিশ্চিত করে বলা চলে না। তবে সামাজিক/পরিসংখ্যানভিত্তিক বাস্তবতাও অনেকটা এরকমই)

  1. খ্রিস্টান: ২০০ কোটি ১০ লাখ
  2. ইসলাম: ১৬৭ কোটি ৮৪ লাখ
  3. ধর্মনিরপেক্ষ/বস্তুবাদী/জড়বাদী/অনাধ্যাত্মবাদী/সন্দেহবাদী: ১০০ কোটি ১০ লাখ
  4. হিন্দু: ৯০ কোটি
  5. চৈনিক আদিবাসী ধর্ম: ৩৯ কোটি ৪০ লাখ
  6. বৌদ্ধ: ৩৭ কোটি ৬০ লাখ
  7. অতিপ্রাচীন আদিবাসী ধর্ম: ৩০ কোটি
  8. আফ্রিকান আদিবাসী ডায়াস্পোরিক: ১০ কোটি
  9. শিখ: কোটি ৩০ লাখ
  10. জুখ: কোটি ৯০ লাখ
  11. বুদ্ধিবৃত্তিক: কোটি ৫০ লাখ
  12. ইহুদি: কোটি ৪০ লাখ
  13. বাহাই: ৭০ লাখ
  14. জৈন: ৪০ লাখ ২০ হাজার
  15. শিন্তো: ৪০ লাখ
  16. ছাও দাই: ৪০ লাখ
  17. জরো-অস্ট্রিয়ান: ২০ লাখ ৬০ হাজার
  18. টেনরিকিও: ২০ লাখ
  19. অলৌকিকত্ববাদী: ১০ লাখ
  20. চিরন্তনবাদী (Unitarian-Universalism): লাখ
  21. রাফতাফারিয়া: লাখ
  22. বিজ্ঞানবাদী: লাখ


বিভিন্ন ধর্মের প্রতীক বা চিহ্ন

অন্যান্য বিশ্বাসীগণ যারা বিভিন্ন ধর্মের সাথে মিশে থেকেও নানা বৈশিষ্টকে লালন করে থাকে; যাদের সংখ্যা বা অনুপাত নির্ধারণ করা যায় নি - এরূপ গ্রুপগুলি নিম্নরূপ:
প্রাণী অধিকারবাদী, নিরামিষবাদী; ইভানজেলিস্টিজম, ভেগানস্ (Vegans); পেটা, ইত্যাদি।
সমাজতান্ত্রিক, মাও বাদী, মার্কসিস্ট-লেনিনিস্ট, জুখ ইত্যাদি।
অস্ত্রবাদী, জীবনবাদী, ক্ষমতাবাদী
নারীবাদী
সমান্তরালবাদী
পরিবেশবাদী
জাতীবাদী, জাতীয়তাবাদী, গোত্রবাদী, উপজাতিবাদী, স্বতন্ত্রবাদী, পার্থক্যবাদী(নাজি, কু ক্লুক্স ক্লান, নেড়া, ব্লাক প্যান্থার ইত্যাদি)
সমকামী (GLBT- gay, lesbian, bisexual and transgendered) সমাজ
বৈজ্ঞানিক কল্প দ্বন্ধবাদী
ভাগ্যবাদী (occult, tarot; astrology; etc.)
খেলাধুলা শারিরীক সক্ষমতাবাদী
রাজনৈতিক দলবাদী
সংরক্ষণবাদী
পৃথকীকরণবাদী
সুরাবাদী
ড্রাগ কালচারবাদী
চলন্তিকাবাদী (biker, bicyclist)
দলনবাদী (Goth; Rave; Vampire; etc.)
প্রযুক্তিবাদী (cyber-culture; technophiles)
সূত্র:
-
http://www.adherents.com
-
http://en.wikipedia.org
-
http://www.islamicweb.com

Thursday, January 12, 2012

বিজয়ের ৪০ বছর: বিদেশি সহযোদ্ধা

বিজয়ের ৪০ বছর: বিদেশি সহযোদ্ধা
ইন্দিরা গান্ধী দুঃসময়ের বন্ধু
 তারিখ: ০৬-১২-২০১১ 

এপ্রিল ১৯৭১। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর সরকারি বাসভবনে অপেক্ষা করছেন একজন দর্শনার্থীর। তিনি আর কেউ নন, আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা তাজউদ্দীন আহমদ। সাক্ষাতের ব্যবস্থা করেন বিএসএফের প্রধান রুস্তমজি। শুরুতেই তাজউদ্দীন আহমদ বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে ভারতের সহযোগিতা চান। জবাবে ইন্দিরা গান্ধী বলেন, ‘সহযোগিতা দিতে হলে তো আপনাদের সরকার গঠন করতে হবে।তাজউদ্দীনের জবাব, ‘আমরা সরকার গঠন করব।এই বৈঠকেই তাঁকে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি বাহিনী আটক করেছে। তখন পর্যন্ত পাকিস্তান সরকার খবরটি গোপন রেখেছিল।
এরপর তাজউদ্দীন আহমদ ১০ এপ্রিল বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠনের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী। ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলায় সরকার আনুষ্ঠানিক শপথ নেয়।
এরপর দীর্ঘ নয় মাস বাংলাদেশের মুক্তিসংগ্রামকে সফল করতে অর্থ, অস্ত্র প্রশিক্ষণ দিয়ে যে বিদেশি রাষ্ট্রনেতা সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি ইন্দিরা গান্ধী। তখন শক্তিশালী আমেরিকা চীন ছিল পাকিস্তানের পক্ষে। তিনি প্রথমে সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে বাংলাদেশে দখলদার বাহিনীর অত্যাচার-নির্যাতন শরণার্থী সমস্যাটি বিশ্বসম্প্রদায়ের কাছে তুলে ধরেন। বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তুলতে ইউরোপ আমেরিকায় ঝটিকা সফর করেন।
২৭ মার্চ প্রথম ভারতের লোকসভা রাজ্যসভায় এক প্রস্তাবে অবিলম্বে পাকিস্তানি বাহিনীর গণহত্যা নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। কিন্তু ইন্দিরা গান্ধী ধীরে চলো নীতি কূটনৈতিক কৌশলের পক্ষপাতী ছিলেন। আগস্টে তিনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেন। ইন্দিরা গান্ধী শীত পর্যন্ত যুদ্ধ ঠেকিয়ে রাখতে চেয়েছিলেন। কেননা সে সময়ে চীনা বাহিনীর পক্ষে সীমান্তে অভিযান চালানো সম্ভব হবে না।
যুক্তরাষ্ট্র সফরকালে ইন্দিরা গান্ধী মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ঠাট্টা করে বলেছিলেন, ‘মি. প্রেসিডেন্ট, আমি ওয়াশিংটনের আবহাওয়া নিয়ে আলোচনা করতে আসিনি। এসেছি সাড়ে সাত কোটি মানুষের ন্যায়সংগত সংগ্রাম এবং এক কোটি শরণার্থীর দুঃখ-দুর্দশার কথা বলতে।অক্টোবর-নভেম্বর মাসজুড়ে ভারতীয় বাহিনীর সহযোগিতায় মুক্তিবাহিনী বিভিন্ন রণক্ষেত্রে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করতে থাকে। আত্মরক্ষার শেষ চেষ্টা হিসেবে পাকিস্তান ডিসেম্বর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত তার পাল্টা জবাব দেয়।
ডিসেম্বর ইন্দিরা গান্ধী লোকসভায় ঘোষণা দেন, ‘আমি এই হাউসকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিদ্যমান পরিস্থিতির আলোকে ভারত বাংলাদেশকে স্বীকৃতিদানের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বিশ্বাস, কালক্রমে আরও অনেক দেশ স্বীকৃতি দেবে।একই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে লেখা চিঠিতে ইন্দিরা গান্ধী বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই, যুদ্ধে এবং জীবন উৎসর্গে এই সহযাত্রা মহৎ আদর্শের প্রতি এবং দুই দেশের জনগণের পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে আমাদের নিঃস্বার্থ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।এটাই ছিল বাংলাদেশের জন্য কোনো বিদেশি রাষ্ট্রের প্রথম স্বীকৃতি। দ্বিতীয় স্বীকৃতি দেয় ভুটান।
১৬ ডিসেম্বর দখলদার বাহিনীর কমান্ডার জেনারেল নিয়াজি ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশ ভারতের যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্বাসনকাজেও ইন্দিরা গান্ধীর সরকার সহযোগিতা করেছে।
ইন্দিরা গান্ধী তাঁর দেশে নকশাল দমন কিংবা বিরোধী দলের প্রতি কঠোর আচরণের কারণে বিতর্কিত হতে পারেন, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন দুঃসময়ের বন্ধু